বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “ঘুমধুম ব্লাড ডোনেটিং সংসদ” আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৭ মার্চ) বিকেলে ঘুমধুম উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব খালেদ সরওয়ার হারেজ এ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের উদ্ধোধক ছিলেন ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ শফিউল্লাহ বলেন, মাদক নির্মুলে সামাজিক সংগঠন ভুমিকা রাখতে পারে। তাই আগামীর প্রজন্মকে সুস্থ ধারার পথ দেখাতে অনিয়ম-দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি আরও বলেন মাদক কে না বলুন,যুব সমাজের ইতিবাচক কর্মকান্ডে শরীক হওয়ার আহবান জানান। প্রধান আলোচক ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আখতার উদ্দিন,ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর,দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক,দক্ষিণ ঘুমধুম মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সেলিম উল্লাহ,ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা শাহ জাহান,দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছৈয়দ আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ নেওয়াজ চৌধুরী,মাষ্টার রেজাউল করিম চৌধুরী, উখিয়া,প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক শ.ম.গফুর,উত্তর ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপন বড়ুয়া,তুমব্রু পশ্চিমকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, কচুবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান আকতার উদ্দিন,ঘুমধুমের সমাজ সেবক এনামুল হক,সাবেক ছাত্রনেতা সিরাজুল হক,ডাঃবেলাল উদ্দিন,ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার, ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃসোহেল রানা,ইউনিয়ন ছাত্রলীগ নেতা এসএম ওমর ফারুক,মাষ্টার ইউনুস,মাওলানা গিয়াস উদ্দিন, মাষ্টার হাসান প্রমুখ।ঘুমধুম ব্লাড ডোনেটিং সংসদের পক্ষে প্রধান উপদেষ্টা মাওলানা নুরুল আবসার,কামরুল হাসান,ডাঃ শাহ জালাল, মাষ্টার ছৈয়দুর রহমান হীরা, রফিক হায়দার,রহিম শিকদার,সংবাদকর্মী আজিজুল হক রানা ও সংশ্লিষ্ট সদস্যরা ছাড়াও ঘুমধুমের কৃষকলীগের নেতা মাওলানা আবদুল গফুর,প্রাথমিক শিক্ষক আলী হোসাইন প্রমখ সহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভা পরবর্তী ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ইভেন্টে উত্তীর্ণ ১৮০ জন কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।