কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলায় ১৪০ বোতল ফেনসিডিল ও ৯৬ বোতল ইস্কাফসহ আবু বক্কর সিদ্দিক(৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।আটককৃত ব্যক্তি হলেন,আবু বক্কর সিদ্দিক ফুলবাড়ী উপজেলার মিয়াটারি ধর্মপুর গ্রামের আবু তাহের বেপারীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার(৩ মার্চ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই মোঃ ইয়াসিন আলী,এ এসআই মোঃ আনসার আলীসহ সঙ্গে ফোর্স নিয়ে মিয়াটারি ধর্মপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিল ও ৯৬ বোতল ইস্কাফসহ মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিককে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) ফজলুর রহমান বলেন,গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।