মুজিবনগরে ১’শ বোতল ফেন্সিডিলসহ আটক-১

গাংনী থেকে মনিরুল ইসলাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১১৪ বার পঠিত
মেহেরপুরের মুজিবনগরে ১’শ বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ ইনসান (৩৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৩ নভেম্বর), ভোরে ইনসান কে মুজিবনগর উপজেলার জয়পুর এলাকা থেকে আটক করা হয়। আটককৃত মোহাম্মদ ইনসান মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের আব্দুল হকের ছেলে বলে জানা গেছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, জয়পুর মাঠ দিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদক যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ১’শ বোতল ফেন্সিডিলসহ ইনসানকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ইনসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা পূর্বক, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর