মেহেরপুরের গাংনীতে ভেজাল ও নষ্ট বীজ বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৭৭৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে ভেজাল ও নষ্ট বীজ বিক্রির অভিযোগ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলার গাংনী উপজেলায় ভেজাল ও নষ্ট বীজ বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে উপজেলার সাহারবাটি চারচারা বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক গোলাম জাকারিয়ার বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার সাহারবাটি, বাশবাড়িয়াসহ আশে পাশের এলাকার লোকজন ওই দোকান থেকে মেটাল কোম্পানীর কুইক বাধা কপির বীজ ক্রয় করে।
কিন্তু হাজার হাজার টাকা খরচ করে, সময় এবং শ্রম ব্যায় করে বেড প্রস্তুত করে চারা দেয় তারা। কিন্তু চারা গজানোর সময় পার হলেও অঙ্কুরিত হয়নি সেই বীজ। মাত্র ১০ শতাংশ বীজ অঙ্কুরিত হয়েছে বলে ধারনা কৃষকদের। ভেজাল ও নষ্ট বীজ দিয়ে নতুন করে প্যাকেট করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এমন ঘটনায় আবার নতুন করে চারা দিয়ে বাধা কপির চাষে লোকসানের আশংকা করছে স্থানীয় কৃষকরা।



এদিকে অভিযুক্ত গোলাম জাকারিয়া জানান, সে কোন ভেজাল বীজ বিক্রি করেন না। ওই বীজের দায় ভার তার নয়, কোম্পানীর।
এ ব্যাপারে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাবুদ্দীন আহম্মেদ বিষয়টি আমলে নিয়ে তদন্ত পূর্বক যথার্থ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর