মেহেরপুরে মাদক মামলার পলাতক আসামী মোঃ ইন্তাজুল ইসলাম ইন্তা'(৩৫)কে আটক করেছে জেলা ডিবি পুলিশ।আজ রবিবার সকাল ১১:৩০টার দিকে মেহেরপুর হোটেল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইন্তাজুল ইসলাম ইন্তা গাংনী উপজেলার নওপাড়া গ্রামের মৃত আজিম বক্সের ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী অনুসন্ধান টিভি’কে জানান,আজ রবিবার (০৮ই সেপ্টেম্বর) মেহেরপুর হোটেল বাজার এলাকায় ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই রুবেল আহমেদ, এএসআই হেলাল উদ্দিন, এএসআই মাহাতাব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃতর বিরুদ্ধে ০৬/০৮/২০২১ইং গাংনী থানায় ২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণীর ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০৮,তাং-০৬-০৮-২১।
এই মামলায় ১০০ গ্রাম গাঁজা ও ৯০০টাকা উদ্ধার হয়েছিল। তার বিরুদ্ধে আরও একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।