মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় সুজন আলী (২৫) নামের এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ৫১৭ বার পঠিত
মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় সুজন আলী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এক সন্তানের জনক নিহত সুজন গাংনী (চৌগাছা) পৌর মাধামিক বিদ্যালয় পাড়ার রতন আলীর ছেলে। সুজন পেশায় একজন রাজমিস্ত্রী।
বুধবার সকাল ১০টার দিকে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা দারুল এতিমখানার নিকট এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সুজন তার বড় ভাইয়ের মােটরসাইকেল নিয়ে খােয়া ভাঙ্গার কাজের জন্য সাহারবাটী গ্রামে যাচ্ছিলেন। সুজন চৌগাছা দারুল এতিমখানার কাছে পৌঁছালে,মােটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বাবলা গাছের সাথে ধাক্কা খায়।
তবে ধারণা করা যাচ্ছে তার পাশে একটি কাঠের গোডাউন থেকে অন্য একটি বাইক রাস্তায় নামা কালে সুজন সেই গাড়িতে ধাক্কা খায়। বিস্তারিত জানা যাবে।
এসময় সে গুরুতরভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত ডাক্তার মৃত ঘােষণা করেন। দুর্ঘটনায় তার ব্যবহৃত মােটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ভেঙ্গে যায়। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,খবর শুনে পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁচেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর