মেহেরপুরের গাংনী পৌরসভায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

এস এম তারেক,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৫৬৯ বার পঠিত

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (নগদ অর্থ ও খাদ্য সামগ্রী) বিতরণ করেছেন মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর মেয়র আহম্মেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম।
এ কার্যক্রমের আওতায় রিক্সা ও ভ্যান চালক ৩৩৪ জনকে নগদ অর্থ ১ হাজার টাকা করে, রিক্সা-ভ্যান চালক ও অসহায় পরিবারের ৬৬৬ জনকে ১৫ কেজি করে চাল, বিভিন্ন শ্রেণি-পেশার ১৫০ জন পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি করে লবণ মোট ১ হাজার, ১৫০ জনের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।
এ সময় ১ নম্বর প্যানেল মেয়র আছেল উদ্দিন, ৩ নম্বর প্যানেল মেয়র ঝরনা বেগম, ট্যাগ অফিসার জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, উচ্চমান সহকারীর জামিরুল ইসলাম টিক্কা, প্রধান সহকারী আসলাম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর