মেহেরপুরের জাফর ইকবালের মরদেহ ঝুলন্ত অবস্থায় কুষ্টিয়ার বলিদাপাড়া থেকে উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৬৬৮ বার পঠিত

মেহেরপুরের জাফর ইকবালের মরদেহ ঝুলন্ত অবস্থায় কুষ্টিয়ার বলিদাপাড়া থেকে উদ্ধার!


আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউপির বলিদাপাড়া গ্রামের মসলেম মন্ডলের বাড়ী ও জিকে ক্যানেলের পাশের নীম গাছ থেকে এক ব্যক্তির গলায় রশি দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ওই ব্যক্তির নাম জাফর ইকবাল(৫১)। সে মেহেরপুর জেলার গাংনী উপজেলার গোপালনগর হাড়িয়াদহ গ্রামের ফজলুল হকের ছেলে।

পুলিশ মৃতদেহের প্যান্টের পকেটে থাকা মানিব্যাগের ভিতর জাতীয় পরিচয় পত্র দেখে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হয় বলে জানা গেছে।তবে বাড়ী থেকে দুর এলাকায় এসে আত্মহত্যার কারন কি তা নিশ্চিত করতে পারেনি।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর পোষ্টমর্টেমের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপতালে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তবে সত্যিই ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা ? তা জানতে পোষ্টমর্টেমের প্রাপ্ত রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর