মেহেরপুরে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ গঠন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ বার পঠিত

 

সবার জন্য মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে সামাজিক প্লাটফর্ম কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ নানা ভাবে কাজ করে আসছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর), সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে বারাদী কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযান এর সহযোগিতায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদী ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম।
সভায় আয়নাল হক কে সভাপতি করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সহ কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এর উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন, মউক এর প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্যালেল চেয়ারম্যান ফারজানা, গোলাম মস্তফা, ছাকম উদ্দীন, বুলবুলি ও মিষ্টি খাতুন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, সুমাইয়া আক্তার। এসময় ওরিয়েন্টেশনে ওয়াচ গ্রুপ এর দায়-দায়িত্ব, ঝরেপড়া রোধ, বিদ্যালয়ে কমিউনিটির অংশগ্রহণ সহ সবার জন্য মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে আলোচনাসহ একটি কর্ম পরিকল্পনা তৈরী করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর