মেহেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থা’র মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫০ বার পঠিত

 

মেহেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থা’র মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর), সন্ধায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ফৌজদারী পাড়াস্হ জেলা শাখা কার্যালয় সেপ্টেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন নুর ইসলাম এর নির্দেশনা মোতাবেক মেহেরপুর জেলা শাখা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক লায়ন হেলাল উদ্দিন হিলু’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা শাখা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাজিদ আল মামুন, হিরক খান, দপ্তর সম্পাদক আক্কাস আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের জেলা শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পুষ্টিবিদ দিলারা জাহান, জাসাস গাংনী উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদসহ আরো অনেকে।
মাসিক সভায় সভাপতির বক্তব্যে লায়ন হিলু সাংবাদিকতার মহান পেশায় যুক্ত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করে পত্রিকার পাতায় তুলে ধরা, সমাজের যেই হোক না কেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হয়ে কাজ করার জন্য উপস্থিত সকল সদস্যের প্রতি আহ্বান জানান।
পরে নবগঠিত গাংনী উপজেলা শাখা কমিটির সদস্যদের পক্ষে সাধারণ সম্পাদকের হাতে জাতীয় সাংবাদিক সংস্থা’র পরিচিতি কার্ড হস্তান্তর করেন লায়ন হিলু।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর