মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেনসিডিলসহ রাজবাড়ীর সোহেল রেজা (৩৬) কে আটক করেছে।
আজ সোমবার (২২ নভেম্বর), সন্ধা সাড়ে ৭ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া (মাঠপাড়া) থেকে সোহেল রেজাকে আটক করা হয়।
মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এস আই অজয় কুমার কুন্ডু ও এ এস আই বিশ্বজিৎ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে সোহেল কে আটক করতে সক্ষম হয়।
এসময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, আটককৃত সোহেল রেজা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সত্যজিৎ পুর শ্বশান পাড়ার মৃত নূরুল ইসলামের ছেলে।
আটককৃত সোহেল রেজাকে আটক পূর্বক গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৮ বলে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এস আই অজয় কুমার কুন্ডু জানিয়েছেন।