মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে আব্দুল আলীম নামের এক কারারক্ষি আটক হয়েছেন।
২৩ শে জুন তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
আটককৃত আব্দুল আলীম মেহেরপুর কারাগারে কারারক্ষি হিসাবে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জেলা ডিবি পুলিশের (ভারপ্রাপ্ত) ওসি জুলফিকার আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটিদল মেহেরপুর জেলা শহরের খন্দকার পাড়া থেকে তাকে আটক করেন। মেহেরপুর জেলা ডিবি পুলিশ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আনুষ্ঠানিকভাবে আটকের বিষয়টি জানায়।
মেহেরপুর ডিবি পুলিশের (ভারপ্রাপ্ত) ওসি জুলফিকার আলী জানান গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলী মহোদয়ের নির্দেশে জেলা শহরের খন্দকার পাড়ার ইয়াসিন আলীর মালিকানা বাড়ি থেকে কারারক্ষি আব্দুল আলীমকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আব্দুল আলীম ওই বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন। ওসি জুলফিকার আলী আরো জানান আব্দুল আলীম এর আগে নড়াইল কারাগারে কর্মরত থাকাকালীন মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন।