মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মোঃ আরেফিন নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) অপর একজন পলাতক রয়েছে।
আটককৃত আসামি মোঃ আরেফিন মেহেরপুর সদরথানার দক্ষিন শালিকা গ্রামের মোঃ খেজু মদ্দিন এর ছেলে। পলাতক আসামি মোঃ মিঠু মিয়া একই গ্রামের শাহাবুদ্দিন এর ছেলে।
দক্ষিনশালিকার গোরোস্থান মোড় থেকে ২২/০৫/২০২২ই তাং রাত ০৯:৫০মিঃ এ তাকে গ্রেফতার করা হয়।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, দক্ষিন শালিকার গোরোস্থান মোড়ে মাদককারবারিরা মাদক পাচার করছে এমন গোপন সংবাদের ভিওিতে এসআই অজয়কুন্ড’র নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার, এএসআই হেলাল উদ্দিন ও এএসআই মোঃ মাহাতাব উদ্দিন অভিযান চালিয়ে মোঃ আরেফিন কে গ্রেফতার করা হয়। অপর একজন মোঃ মিঠু মিয়া পালিয়ে যান।
তাদের নামে মামলা প্রস্তুতি প্রক্রিয়াধীন শেষে জেল হাজতে প্রেরণ করা হবে।