মেহেরপুরে বন্ধুদের সাথে খেলতে গিয়ে হাত ভাঙলো আশিক

মানবী,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৫৭ বার পঠিত

 

মেহেরপুরে বন্ধুদের সাথে খেলতে গিয়ে বন্ধুদের ধাক্কায় পড়ে গিয়ে হাত ভাঙলো তৃতীয় শ্রেণীর ছাত্র আশিক (৯)।

রবিবার (৩ জুলাই), সকাল ৯ টার দিকে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনায় হাত ভেঙে আহত আশিক স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র এবং গোপালপুর গ্রামের মিরুল হোসেনের ছেলে।

ঘটনায় আহত আশিকের মা জানান, আমার ছেলে বন্ধুদের সাথে খেলতে গিয়ে পড়ে হাত ভেঙে আহত হয়েছে। তবে সে আমার কাছে লুকাচ্ছে। বকাবকি করবো একারণে ভয়ে আমাকে বলতে সাহস পাচ্ছেনা। গাছ থেকে পড়েও হাত ভাঙতে পারে।

আশিক জানান, আমি বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম। এসময় বন্ধুদের ধাক্কাধাক্কিতে পড়ে যায়। আমার হাতে প্রচন্ড যন্ত্রনা হলে মা আমাকে হাসপাতালে নিয়ে আসেন।

২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, পড়ে যাওয়ার ফলে হাতের হাড় ফেটে গেছে। ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। নিয়মিত ওষুধ সেবনে সময় সাপেক্ষে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর