মেহেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৬৮৭ বার পঠিত

মেহেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

মেহেরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মা ও ছেলের নিহতের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৩ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের অদুরে ইকরা ইস্কুলের সামনে।
নিহতরা হলেন উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের শিপুর স্ত্রী জেসমিন ও তার তিন বছরের শিশুপুত্র ইমাম।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জেসমিন তার পুত্র ইমামকে নিয়ে তার ভাই গাংনী উপজেলার ভরাট গ্রামের মাসুদের সাথে স্বামীর বাসা থেকে মায়ের বাসায় যাচ্ছিল।
তারা উভয়েই বামন্দী বাজারের অদুরে ইকরা স্কুলের সামনে পৌঁছালে একটি ব্যাটারি চালিত অটোকে ওভারটেক করার সময় অসাবধান বসত অটোর সাথে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে।
এ সময় পিছন থেকে আসা একটি ড্রাম ট্রাক জেসমিন ও তার শিশুপুত্র ইমামের মাথার উপর দিয়ে উঠে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় তারা। জেসমিন গাংনী উপজেলার ভরাট গ্রামের খবির উদ্দিনের মেয়ে। সৌভাগ্যবশত জেসমিনের ভাই মাসুদ প্রাণে বেঁচে যাই। ঘটনার পরপরই বামন্দি ক্যাম্প পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি হেফাজতে নেই। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর