মেহেরপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের “আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি” এর আওতায় শিক্ষক-শিক্ষিকা ও সুপারভাইজারগণের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর), সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর জেলা কার্যালয় ট্রেনিং ভেন্যুতে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ও মানব উন্নয়ন কেন্দ্র (মউক) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মোহাম্মদ কবীর আহাম্মেদ মোল্লা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মউক এর নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম।
এসময় অন্যান্যের মধ্যে মউক এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন, মুজিবনগর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার শিরিন আকতার, সদর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আব্দুল করিমসহ মেহেরপুর সদর উপজেলার ২য় ব্যাচের ৩৮ জন শিক্ষক ও ৩ জন সুপারভাইজার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ।