২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে সিনিয়র সাংবাদিক মাজিদ আল মামুনের পুত্র নিউমোনিয়ায় আক্রান্ত মিরব কে দেখতে উপস্থিত হয়েছেন গাংনী রিপোর্টার্স ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা, মেহেরপুর জেলা শাখা কমিটির প্রতিনিধিদল।
শুক্রবার (১৮ মার্চ), বিকেলের দিকে জাতীয় সাংবাদিক সংস্থা, মেহেরপুর জেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন হিলু, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান হিরক পরে সন্ধার দিকে গাংনী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ আল আমীন হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজসহ আরও অনেকে উপস্থিত হন।
প্রতিনিধি নিউমোনিয়ায় আক্রান্ত মিরবের খোঁজ খবর নেন এবং সুষ্ঠু চিকিৎসা সেবা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এর পূর্বে জাতীয় সাংবাদিক সংস্থা, খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান ও মেহেরপুর জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মোবাইল ফোনে খোঁজ খবর নেন। তারা মেহেরপুরের বাইরে থাকায় উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।
মূল্যবান সময় নষ্ট করে হাসপাতালে উপস্থিত হবার জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান সাংবাদিক মামুন।