মেহেরপুরে সড়ক দুূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ১৭৪ বার পঠিত

 

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-গাড়াডোব সড়কে আজ মঙ্গলবার সকাল ৮টায় সড়ক দুর্ঘটনায় স্বামী -স্ত্রী নিহত এবং ৫ জন আহত হয়েছেন। মৃতরা হলেন- মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আব্দুস সাত্তার (৬৫) ও তার স্ত্রী সারা খাতুন (৬০)। আহত মাইক্রোবাস চালক সদর উপজেলার চাঁদবিল গ্রামের রেদুয়ান আহমেদ জানান, দুর্ঘটনা স্থলের রাস্তাটি খোড়াখুড়ি ও মাটি পড়ে থাকায় পিচ্ছিল ছিলো।

 

তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সারা খাতুন। স্থানীয়রা আব্দুস সাত্তারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা ঘটনার সত্যতা নিশ্চিত করে পারিবারিক সূত্রের বরাত দিয়ে বলেন, আব্দুস সাত্তার দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

 

রাজশাহী মেডিক্যাল কলেজে উনার চিকিৎসা চলছিলো। রাজশাহীতে কেমোথেরাপি দিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তারা। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর