মেহেরপুরে হেরােইনসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পিরোজপুর ক্যাম্প পুলিশ।
আজ বুধবার দুপুরে পিরোজপুর ক্যাম্প পুলিশের আইসি নিখিল চন্দ্র সরকার সঙ্গীয় ফাের্স নিয়ে পিরোজপুর দাস পাড়া মন্দির সংলগ্ন এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন-মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মৃত আব্দল করিম বিশ্বাস এর ছেলে ফারুকুজ্জামান তুষার (৩০) ও তার স্ত্রী নাজমা খাতুন (২২)।
আটককৃতদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামী ফারুকুজ্জামান তুষার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। সে দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত।