মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
আটককৃত ব্যাক্তি কুষ্টিয়া জেলার কালিশংকরপুর এলাকার মৃত আব্দুল মোমিনের ছেলে আব্দুল আলিম(৪৭)।
শুক্রবার দিবাগত রাত সাড়ে নটার দিকে মেহেরপুর জেলা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে মেহেরপুর থানাধীন রায়পুর গোরস্থান পাড়া বাইতুন নূর জামে মসজিদের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটকের পর তাকে তল্লাশি করে তার কাছে থাকা ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে ডিবি পুলিশ।
মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী জানান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী স্যারের নির্দেশে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।