মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বামন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।
১৩ই ফ্রেব্রুয়ারী রাত ৮:৩০ মিঃ এর দিকে তাকে বামন্দী নিজ বাড়ি থেকে নাশকতার একটি মামলায় আটক করা হয়।
গাংনী থানার এসআই মাসুদুর রহমান নাশকতা বিরোধী অভিযানে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে থানা হেফাযতে সোপর্দ করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রাজ্জাক জানান, ১০ই ফ্রেব্রুয়ারী সন্ধায় বামন্দীর এক মাদ্রাসায় নাশকতার গোপন বৈঠক শেষে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে কিছু লোক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ৫টি অবিষ্ফোরিত ককটেল, রামদা,লাঠিসোটা উদ্ধার করে এ ঘটনায় গাংনী থানায় একটি নাশকতা মামলা করে পুলিশ। উক্ত নাশকতায় তার যোগসাজশ থাকতে পারে। আজ মঙ্গলবার সকালে তাকে মেহেরপুর আদালতে হাজির করা হবে।