মেহেরপুর প্রতিদিন এর যুগ্ম সম্পাদক চিফ রিপোর্টারসহ ৩ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৮৯ বার পঠিত

মেহেরপুর জেলার একমাত্র দৈনিক পত্রিকা “মেহেরপুর প্রতিদিন” এর যুগ্ম সম্পাদক আল আমিন, চিফ রিপোর্টার মর্তুজা ফারুক রুপক ও স্টাফ রিপোর্টার ফয়সাল আহম্মেদ পদত্যাগ করেছেন। রবিবার (১১ এপ্রিল) পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন তারা।

প্রেস বিজ্ঞপ্তিতে মেহেরপুর প্রতিদিন এর যুগ্ম সম্পাদক আল আমিন, দীর্ঘদিন ধরে মেহেরপুর প্রতিদিন এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সেই সাথে জাতীয় দৈনিক বিজনেস বাংলাদেশ এর মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও নিজের হোমিও ব্যাবসার সাথেও জড়িত। এমতাবস্থায় মেহেরপুর প্রতিদিন এর যুগ্ম সম্পাদক এর দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ছে। তাই সেচ্ছায় পদত্যাগ করছি।

চিফ রিপোর্টার রুপক জানান, ব্যক্তিগত কর্মব্যস্ততার কারনে চিফ রিপোর্টারের পদ থেকে অব্যাহতি নিয়েছি।

তবে বিভিন্ন মাধ্যমে জানা গেছে, মেহেরপুর প্রতিদিন এর সম্পাদক ইয়াদুল মোমিন এর সাথে কোন্দলের কারনে তারা পদত্যাগ করেন। কিছুদিন আগে নিউজ ডেক্স এর মনির পদত্যাগ করেন। এছাড়াও আরও দুইজন পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর