মেহেরপুর মাদক মামলার পলাতক আসাামী গ্রেফতার
আসামী মোঃ হাসান (৩২), মেহেরপুর সদর থানার রাধাকান্তপুরের বাসিন্দা মোঃ মোকলেছুর রহমান’র ছেলে।
আজ ১৩ মার্চ ২০২১ ইং দুপুর ১২:৩০ মি: এ এসআই অজয় কুন্ড মোঃ হাসানকে গ্রেফতার করেন। এ অপারেশনে এসআই অজয় কুন্ডকে সহোগীতা করেন এএসআই মাহাতাব উদ্দীন ও এএসআই জসিম উদ্দীন।
আসামী মোঃ হাসান এর নামে সদর থানায় আরো তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।
মেহেরপুর থানার মামলা নং-১০ তাং ১৩/০৩/২০২১, এই মামলার পলাতক আসামী ৪০ বোতল ফেনসিডিল সহ এর আগে আটক হয়েছিল। মামলা রুজুর মাএ ৪ঘন্টা পর পলাতক আসামী মোঃ হাসান গ্রেফতার হন।
জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান,মেহেরপুর থানার মামলা নং-১০ ছাড়াও হাসান এর নামে সদর থানায় আরো তিনটি মামলা রয়েছে ,সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।