মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হৃদরোগে আক্রান্ত হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার দুপুরের দিকে জয়নাল আবেদীন অসুস্থ বোধ করলে মেহেরপুর তাহের ডায়াগনস্টিক ল্যাব-১ ডাঃ আরাফাত-আল-আকাশের শরণাপন্ন হন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ডাঃ আকাশ তাঁকে মেহেরপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।পরে জয়নাল আবেদীনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এইচ ডিইউ-তে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।