মোটর সাইকেল চোর চক্রের আসামী গ্রেফতার ও মোটর সাইকেল উদ্ধার

হরিণাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃবাচ্চু মিয়া
  • আপডেট টাইম : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭১ বার পঠিত

 

 

 

 

ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আজিম-উল- আহসান মহোদয় এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মহেশপুর থানার নেতৃত্বে মহেশপুর থানা পুলিশের আভিযানিক দলের এসআই মোঃ আসাদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে ইং- ১০/০৯/২০২৩, রাত ০০.১৫ ঘটিকায় ১. মহেশপুর থানাধীন পৌরসভাস্থ বগা গ্রামস্থ বগা হতে টালিখোলা গামী জনৈক মোঃ মোহন(৫৫), এর ধান চাষের জমির পাশে রাখা মামলার বাদীর ০১ (এক) টি লাল রংয়ের BAJAJ PLATINA ১০০সিসি মোটর সাইকেল, ঢাকা-মেট্রোঃ-হ-৫২-৮৪৮২ টি চুরির করার সময় এবং চোরাই কাজে ব্যবহৃত ০১(এক) টি লাল রংয়ের APACHE RTR ১৫০ সিসি, যাহার রেজিঃ নং- চুয়াডাঙ্গা-ল-১১-৩৮৫৮, মোটর সাইকেলটি জনগনের সহয়তায় মহেশপুর থানা পুলিশ কর্তৃক উদ্ধার এবং আসামী ১। মোঃ ওহেদুজ্জামান @ অপু(২১), পিতা-মুনছুর আলী @ ঠান্টু ,স্থায়ী: গ্রাম- ভালাইপুর, থানা-মহেশপুর, জেলা -ঝিনাইদহকে গ্রেফতার করা হয়। অপর একজন পলাতক আসামী BAJAJ PLATINA ১০০সিসি মোটর সাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মহেশপুর থানা পুলিশ ধৃত আসামী অপুর দেওয়া তথ্যমতে মহেশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মহেশপুর থানাধীন মহেশপুর পৌরসভাস্থ মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে রাস্তার পাশে আনিকা ফিলিং স্টেশন এর ভেতর BAJAJ PLATINA ১০০সিসি মোটর সাইকেল ঢাকা-মেট্রোঃ-হ-৫২-৮৪৮২ টি ফেলে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর