ময়মনসিংহে সাংবাদিকদের ঈদপূর্ণমিলনী গুণীজন সংবর্ধনায় জাতীয় ঐক্যের আহবান-শিবলী সাদিক খান

মোঃ শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ৪২৫ বার পঠিত

 

ময়মনসিংহে সাংবাদিকদের ঈদপূর্ণমিলনী গুণীজন সংবর্ধনয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিক সুরক্ষা আইন সংশোধনী বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহবান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, তিনি বিএমএসএফ’র ঘোষিত ১৪ দফা দাবী আদায়ের আন্দোলনে সকল সাংবাদিকদের ঐকবদ্ধ থাকার আহবান জানান।
ময়মনসিংহে শনিবার (৭ মে ২০২২ খ্রীঃ) দুর্গাবাড়ী রোডস্থ গ্রীণপার্কে ময়মনসিংহে সাংবাদিকবৃন্দের ঈদপূর্ণমিলনী গুণীজন সংবর্ধনায় কেন্দ্রীয় সহ সভাপতি সাইদুর রহমান বাবুল, সহ সাঃ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, সদস্য আনোয়ার সাহাদাত জাহাঙ্গীর, দৈনিক শাশ্বত বাংলা প্রকাশক সম্পাদক আজগর হোসেন রবিন, প্রধানমন্ত্রীর স্বর্ণ পদকপ্রাপ্ত আবুল হোসেন পাশাকে সংবর্ধিত করা হয়।
মোখলেছুর রহমানের সভাপতিত্বে দিপক চন্দ্র দে সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম, তিনি বলেন রাষ্ট্র ও জনস্বার্থে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাঁর যোগদানের পর থেকে কোতোয়ালী থানা এলাকার আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারী শিখা ময়মনসিংহ জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি প্রিন্স দুলাল, জেলা জাতীয় পার্টির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদ আমিনী রুমি। এডভোকেট বিল্লাল হোসেন তিনি সাংবাদিকদের মামলা বিনা খরচে পরিচালনার ঘোষণা দেন। বিএমএসএফ ত্রিশাল উপজেলা সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন শামীম, গোলাম কিবরিয়া পলাশ প্রমুখ।

এসময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন তসলিম সরকার,আব্দুল হাকিম, ৭৫ বাংলাদেশ প্রকাশক সম্পাদক মাইন উদ্দিন উজ্জ্বল, দীলিপ
একুশে একাত্তর আতিকুর রহমান এলিম, বাংলাদেশ সমাচার এজি জাফর, খোকন সাহা, বিশু সাহা, রতন, নজরুল ইসলাম খান, মারুফ, শেখ সোহেল শান্ত মজুমদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে ময়মনসিংহে সাংবাদিকদের অধিকার মর্যাদা রক্ষার স্বার্থে “ময়মনসিংহ নাগরিক প্রেসক্লাব” সংগঠনটির আত্বপ্রকাশ ঘটে যাহার সভাপতি মোখলেছুর রহমান সাধারণ সম্পাদক দীপক চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক মোঃ তসলিম সরকার নির্বাচিত হয়। আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ঘোষণা দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর