মাদক বিরোধী অভিযান অব্যাহত।
যশোরের ডি বি পুলিশের আরও একটি মাদক বিরোধী সফল অভিযানে ১৬০ বোতল ফেনসিডিল একটি TOYOTA PROBOX গাড়িসহ আটক-০৩
এম ডি আরিফ।
বাংলাদেশ পুলিশে মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয় এর নির্দেশক্রমে মাদক মুক্ত দেশ গড়ার লক্ষে যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর সার্বিক তত্বাবধানে জনাব সোমেন দাশ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ) মোঃ হাসান জাহিদ এবং জেলা গোয়েন্দ শাখা, (ডিবি) যশোরের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া চেক পোষ্ট সংলগ্ন বিএডিসি অফিসের সামনে, চাঁচড়া পালবাড়ী গামী মহাসড়কের উপর হতে ১নং আসামী মোঃ কামরুল হাসান @ রবিন (২৭), পিতা- আবুল কাওসার, সাং- ২৯/এ/৪৬/১, ফায়ার সার্ভিস, ম্যাজিষ্ট্রেট নুরুল হক এর বাড়ীর ভাড়াটিয়া (ভাসমান), থানা- গেন্ডারিয়া, ডিএমপি, ঢাকা, ২নং আসামী মোঃ জিসান (১৯), পিতা- মঈন উদ্দিন, সাং- গেন্ডারিয়া হাইস্কুল সংলগ্ন জাহাঙ্গীরের বাড়ীর ভাড়াটিয়া (ভাসমান), থানা-গেন্ডারিয়া, ডিএমপি, ঢাকা, এবং ৩নং আসামী ড্রাইভার মোঃ বকুল হোসেন (৩৫), পিতা- গোলাম নবী, সাং-চাঁদপুর দক্ষিন পাড়া, থানা + জেলা- মাগুরা এ/পি- মাতুয়াইল মৃধা বাড়ি, মন্টু মিয়ার বাড়ীর ভাড়া টিয়া, থানা-যাত্রা বাড়ী, ডিএমপি, ঢাকাদেরকে আটক করে তাদের দখল হতে ১৬০ (একশত ষাট) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ একটি TOYOTA PROBOX গাড়ি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।