স্টাফ রিপোটার : ২৭শে নভেন্বর রংপুর মহানগর আওয়ামীলীগের কাউন্সিল হওয়ায়তৃনমুল নেতাকর্মীদের মাঝে এখন আলোচনার ঝড় বইছে । কে নেতৃত্ব দিবেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি পদে । জানা গেছে, বর্তমান সভাপতি পদে প্রাথী হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা শাফিউর রহমান শফি, সাবেক ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য আবুল কাশেমসহ অনেকেই সভাপতি পদে অংশগ্রহন করবেন । নগরী ঘুরে জানা যায় ৩জন প্রাথীর নাম জোড়ে-শোরে ।তাছাড়াও শুরু হয়ে গেছে প্রাথীদের দৌড়-ঝাপ, আগামী দিনে কে নেতৃত্ব দিবেন এটাই এখন দেখার অপেক্ষায় । বর্তমান মহানগর আওয়ামীলীগের সভাপতি শাফিউর রহমান শাফি এবার কাউন্সিলে তিনিও আবারো সভাপতি পদে অংশগ্রহন করবেন । এদিকে জেলা আওয়ামীলীগের কোষাধক্ষ্য আবুল কাশেম তিনি জেলা আওয়ামীলীগ ছেড়ে মহানগর আওয়ামীলীগের সভাপতি পদে প্রাথী হয়েছেন । এ ছাড়া রংপুরের প্রবীন রাজনীতিবীদ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের ১ম পুত্র ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম সভাপতি পদে প্রাথী হয়েছেন । নগরীতে কাউন্সিলকে ঘিরে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমুল নেতাকর্মীদের কদর বাড়ছে । সবায় ভোটার বাসায় বাসায় ভোট চাইতে পারছেন প্রাথীরা । তৃণমুল নেতাকর্মীরা বলেন, ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করায় বঙ্গবন্ধুর আর্দশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন হবে। এতে তৃনমুল নেতাকর্মীদের ত্যাগীদের মুল্যায়ন সহ মর্যাদা ফিরিয়ে পেয়েছে ।
এদিকে সভাপতি প্রাথী তৌহিদুর ইসলাম জানান সর্বো মোট ভোটার সংখ্যা ৪৬১ জন সঠিক ভাবে ভোট প্রদান করলে আমি সভাপতি পদে নির্বাচিত হব বলে আশা করছি।