ঢাকা, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২ : জাতীয় পার্টি সকল উপ-নির্বাচনে অংশ নেবে। তবে, ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন এবং ৪ জানুয়ারি গাইবান্ধা-০৫ আসনের অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠু হলে পরবর্তী সকল উপ-নির্বাচনেই অংশ নেবে জাতীয় পার্টি। কিন্তু, রংপুর সিটি ও গাইবান্ধা-০৫ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে পরবর্তী উপ-নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা তা পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় আরো সিদ্ধান্ত হয়েছে নির্বাচনে জাতীয় পার্টি প্রার্থীদের সহায়তা করতে কেন্দ্রীয় পর্যায় থেকে টিম পাঠানো হবে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সার্বিক সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে সমন্বয় সভায়। এছাড়া, আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি হাতে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান-আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান-এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাড. সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য মোঃ আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, এডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মিঃ সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এ.টি.ইউ.তাজ রহমান, নাসরিন জাহান রতনা এমপি, আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু, লেঃ জানারেল মাসুদ উদ্দিন চৌধুরী এমপি (অব.), মোঃ মিজানুর রহমান, সৈয়দ দিদার বখ্ত, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি, মোঃ জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জহিরুল আলম রুবেল, সংসদ সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম তালুকদার, আহসান আদেলুর রহমান, শেরীফা কাদের, রওশন আরা মান্নান এমপি।