রাজাকারের উত্তরসূরিদের সাথে আপোষ নেই: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ২১৯ বার পঠিত

 

ঢাকা- রাজাকারদের উত্তরসূরিদের সঙ্গে কোনো আপস নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তির কারণে স্বাধীনতাকে এখনো সুসংহত করা যায়নি। ’

আজ সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় কাদের বলেন, ‘দলে অনুপ্রবেশকারি হিসেবে কেউ থাকলে দলের সম্মেলনের মাধ্যমে তাদের বের করে দেয়া হবে।’ সেসময় বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীনতা তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো সুসংহত হয়েছে বলে জানান তিনি

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর