রাণীশংকৈলে পৌর নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ডলারের প্রেস বিফ্রিংয়ে নির্বাচনী ইশতেহার ঘোষনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৪৫ বার পঠিত

রাণীশংকৈলে পৌর নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ডলারের প্রেস বিফ্রিংয়ে নির্বাচনী ইশতেহার ঘোষনা

মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে ঘিরে ৭ ফেব্রয়ারি রবিবার রেল ইঞ্জিন প্রতীকের মেয়র প্রার্থী রুকুনুল ইসলাম ডলার তার নির্বাচনী ইশতেহারের ঘোষনা দেন। এ উপলক্ষে এদিন দুপুরে পৌরশহরের কলেজ মার্কেটের নিজ প্রচারণা অফিসে সাংবাদিকদের উপস্থিতিতে মেয়র প্রার্থী তিনি তার ইশতেহার তুলে ধরেন ।

এ সময় প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
পৌর নির্বাচনে রেল ইঞ্জিন প্রার্থী জয়লাভ করলে “আমার শহর, আমাদের স্বপ্ন” এই স্লোগানকে সামনে রেখে তার লিখিত ইসতেহারটি প্রেস ব্রিফিংয়ে তুলে ধরেন।
ইশতেহার সমূহঃ
১.পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের শহর আমাদের স্বপ্ন গড়ে তোলার অঙ্গীকার।
২. কুলিক নদীর সৌন্দর্য‍্য বর্ধনের জন‍্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ।
৩.পৌর সভার ০৯ টি ওয়ার্ডে অভিযোগ বক্স স্থাপন।
৪.পৌরসভার একটি ফেইসবুক পেইজ এবং একটি হট লাইন চালুর মাধ্যমে প্রচারাভিযান অব্যাহত ।
৫.পৌরসভার প্রাইমারি স্কুলগুলোর পিছিয়ে পড়া শিক্ষার্থীদের রাত্রীকালীন কোচিং ব্যবস্থা গ্রহণ।
৬. পৌরশহরকে একটি ব্যবসাবান্ধব শহরে রুপান্তরিত করা।
৭. উপজেলা হাসপাতাল ও পৌরশহরে অবস্থিত ক্লিনিকগুলোর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।
৮,পৌরসভার পোরোনো সিটিজেনদের নিয়ে প্রবিন হৈতৌষির সংগঠন করা হবে।
৯.সংরক্ষিত নারী কাউন্সিলরের নেতৃত্বে নারী ফোরাম গড়ে তোলার আশ্বাস প্রদান।
১০. পৌরসভায় একটি শিশুও যুব ফোরাম গড়ো তোলার অঙ্গিকার।
১১. বিভিন্ন পেশাজীবি সংগঠণের সাথে ৬ মাস পর পর মতবিনিময় করা।
১২. প্রতিটি উৎসব ও ধর্মীয় অনুষ্ঠান হবে শান্তিপুর্ন।
১৩. যে কোন স্থাপনা নির্মাণে বিলডিং কোড অনুসরণ করা হবে।
১৪. শহরের একটি পয়েন্টে আর্বজনা ফেলার স্থান থাকবে।
১৫. যত্রতত্র পশু জবাই না করা এবং জবাইয়ের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিতকরণ।
১৬. পৌরসভার প্রতিটি কবরস্থান ও শ্মাশান আলোর ব্যবস্থা করা।
১৭. পৌর শহরের যানযোট নিরোসন ও দূর পাল্লার গাড়ি পারকিং শহরের বাহিরে স্থাপন করা।
পরিশেষে তাঁর রেল ইঞ্জিন মার্কায় ভোট দেয়ার জন্য সকলকে আহব্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর