রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৬৭৪ বার পঠিত

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।

মাহাবুব আলম রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধি।।

সারা দেশের ন্যায় ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।



পরে উপজেলা সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলি, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আঃ” লীগ সভাপতি ও অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান- শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূতি) প্রীতম সাহা, কৃষিকর্ম কর্তা সঞ্জয়


দেবনাথ, ওসি( তদন্ত) আব্দুল লতিব শেখ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, মহিলা লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি কুশমত আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ, প্রভাষক প্রশান্ত প্রমুখ।এ ছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক
নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

পরে অধ্যাপক সুকুমার মোদকের পরিচালনায় রাণীশংকেল সংগীত বিদ্যালয়ের শিল্পিরা সংগীত পরিবেশন করেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর