রাণীশংকৈলে মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৫১ বার পঠিত

রাণীশংকৈলে মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি।।


ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ২১ ফেব্রুয়ারি রবিবার যথাযোগ্য মর্যাদায় ও নির্ধারিত কর্মসূচি নিয়ে
জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
পালিত হয়। এ উপলক্ষে রাণীশংকৈল ডিগ্রি কলেজ
মাঠে শহীদ মিনারে রাত ১২-০১ মিনিটে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা- সামাজিক- রাজনৈতিক ও
সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান- শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি
অধ্যক্ষ সইদুল হক, সম্পাদক তাজউদ্দিন, নবনির্বাচিত
পৌরমেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল
ইসলাম, ভাইস চেয়ারম্যান- সোহেল রানা, ওসি এস এম
জাহিদ ইকবাল, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ও অন্যরা উপস্থিত ছিলেন।

সকালে একই কলেজমাঠে ছাত্র-ছাত্রিদের মাঝে চিত্রাংকন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই সাথে প্রভাষক সুকুমার মোদকের পরিচালনায়
শিল্পিরা সংগীত পরিবেশন করেন। ইউএনও সোহেল
সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এখানে আলোচনা সভায় বক্তব্য দেন- মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলালীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ওসি এস এম জাহিদ ইকবাল, কবি- সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি)
প্রীতম সাহা, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক,সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলি প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রভাষক প্রশান্ত বসাক। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর