রাণীশংকৈলে মুক্তা সুপার মার্কেটের উদ্বোধন
মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরের মুক্তা সিনেমা হল চত্বরে ২১ ফেব্রুয়ারি রবিবার বিকালে দুই মাসব্যাপি মুক্তা সুপার মার্কেটের উদ্বোধন করা হয়। উপজেলা আ”লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক ও নব
নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান এ মার্কেটের শুভ উদ্বোধন করেন।
এ সময় মুক্তা সিনেমার স্বত্তাধিকারী ও মার্কেটের পৃষ্ঠপোষক মুক্তারুল আলম মুক্তা ও তার স্ত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহাফুজা বেগমসহ উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন,ওসি এস এম জাহিদ ইকবাল ,
ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক মহাদেব বসাক, প্রভাষক প্রশান্ত বসাক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ, আ’লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, রেজাউল করিম, কাউন্সিলর হালিমা আকতার ডলি, ইসাহাক আলী ও নুর আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, সান রাইজ কেজি স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল, ওয়ার্ড আ’লীগ সম্পাদক মাহাবুব আলম ও ছাত্রলীগ নেতা, তামিম হোসেন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: এ মার্কেটে ১৬ টি স্টলে বিভিন্ন প্রকার পণ্য রাখা হয়েছে।