রাণীশংকৈলে ১৩ জন কৃষকের প্রায় ১০ একর জমির গমক্ষেত পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৬১৪ বার পঠিত

রাণীশংকৈলে ১৩ জন কৃষকের প্রায় ১০ একর জমির গমক্ষেত পুড়ে ছাই

মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও গ্রামে গত ২৭ মার্চ শনিবার দুপুরে ১৩ জন কৃষকের প্রায় ১০ একর জমির গমক্ষেত আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া যায় ।

স্থানীয় সুত্রে জানা গেছে ঘটনার দিন দুপুরে স্থানীয় এক কৃষক তার কেটে নেওয়া গম ক্ষেতের ডাটায় আগুন ধরিয়ে দেয় । সে আগুন মুহূর্তেই চারদিক ছড়িয়ে পড়ে। সেই আগুনের সুত্রপাতে আশপাশের গম ক্ষেতে আগুন ধরে যায়। এর ফলে আশপাশের পেকে যাওয়া ১০ একর জমির গম পুড়ে ছাই হয়ে যায়।

এতে ঐএলাকার অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, সাংবাদিক বিপ্লব, উসমান, রেজওয়ানসহ আরো মোট ১৩ জন কৃষকের পাকা গম পুড়ে গেছে।খবর পেয়ে রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি দল প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে উপজেলা সহকারি কমিশনার(ভুমি) প্রীতম সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর