র‌্যাব-১৩ রংপুর কর্তৃক নিখোঁজের ২ দিন পর ১১ বছরের শিশু রংপুর থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : অপরাধ টিভি
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৬৩৯ বার পঠিত

ঘটনার বিবরণে প্রকাশ থাকে যে, র‌্যাব-১৩ রংপুর এর একটি বিশেষ আভিযানিক দল ১৯ অক্টোবর ২০১৯ বিকেলে রংপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম দিনাজপুর জেলার, বীরগঞ্জ থানাধীন জগদুল গ্রামের মাজুল হক এর ছেলে শিশু মোঃ সজিব ইসলাম (১১) কে
উদ্ধার করে।

র‌্যাব-১৩, রংপুর এর মিডিয়া অফিসার উপ-অধিনায়ক, মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান, স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তদন্তে জানা যায়, দিনাজপুর জেলার বীরগঞ্জের শিশু ভিকটিম, সজিব ইসলাম গত ১৭ অক্টোবর ২০১৯ সকাল থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে তার বাবা-মা ও আত্বীয়-স্বজনরা সন্দেহ করেন যে অপহরণকারী বা শিশু-পাচারকারীরা তাকে অপহরণ করে থাকতে পারে। পরবর্তীতে শিশুটির অভিভাবকরা বীরগঞ্জ থানায় জিডি করলে র‌্যাব-১৩ শিশুটিকে উদ্ধারের অভিযান পরিচালনা করে রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে। উদ্ধারকৃত শিশুটিকে অভিভাবকের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর