বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩প্রতিষ্ঠা উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে উত্তর তেমুহনীস্থ আওয়ামী লীগের কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোঃ গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরিদা ইয়াসমিন লিকা, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারন সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, লক্ষ্মীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ বাবর সহ প্রমুখ।