লক্ষ্মীপুরে এমপি পাপুল এর পক্ষে সৌর বিদ্যুৎ বিতরণ!
এমরান হোসেম, লক্ষ্মীপুর: জেলা প্রতিনিধি
লক্ষীপুরে ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধারন জনগনের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়।
লক্ষীপুর সংসদীয় আসন রায়পুরের সাংসদ কাজি শহীদ ইসলাম পাপুলের পক্ষ থেকে ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি অনালোকিত ও পিছিয়ে পড়া সাধারণ জনগণের মাঝে সৌর বিদ্যুৎ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আব্দুল জব্বার লাভলু ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য মাহমুদুল হক মাহবুব এর উপস্থিতিতে লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নং চররুহিতা ইউনিয়নের কাঞ্চনী বাজার নামক স্থানে আজ বৃহস্পতিবার ৪০ প্রতিষ্ঠান ও জনগণের মাঝে ৩০,৬০ ও ১০০ ওয়াটের সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সদর উপজেলা যুবলীগের সদস্য মো জাহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ইউনুস হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন ও আলা উদ্দিন প্রমুখ।