লক্ষ্মীপুর জেলা কারাগার পরিদর্শন করেন। কারা-মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৩২ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা কারাগার পরিদর্শন করেন। কারা-মহাপরিদর্শক

এমরান হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলা কারাগার পরিদর্শনে আসেন কারা-মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন।

বৃহস্পতিবার সকাল ৯ টায় লক্ষ্মীপুর জেলা কারাগারের ফটকে প্রবেশ করলে কারা কর্তৃপক্ষ ফুল দিয়ে বরণ করে নেন।পরে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন,জাতীয় কুচকাওয়াজ সহ নানান আনুষ্ঠানিকতা মধ্য দিয়ে কারাগারের এর ভিতরে প্রবেশ করেন কারা-মহাপরিদর্শক মোমিনুর রহমান মামুন।

কারা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিভাগের সদর দপ্তরের কারা উপ-পরিদর্শক একে,এম ফজলুল হক, কারা অধিদপ্তরের এ,আই, সাজ্জাদ হোসেন,জেলা সুপার মোঃ রফিকুল কাদের ও জেলার সাখাওয়াত হোসেন।

এসময় কারাগার চত্বরের ভবনগুলো পরিদর্শনের পাশাপাশি কারা এলাকার রাস্তা,পরিত্যক্ত পুকুর পরিদর্শন করেন কারা-মহাপরিদর্শক।পরে পরিদর্শন শেষে বাড়তি নিরাপত্তা জোরদার করতে পুরে কারা এলাকায় সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্যে নির্দেশ প্রদান করেন জেলা কারা কর্তৃপক্ষকে।

সাংবাদিকদের তিনি জানান, দীর্ঘ দিন যাবত লক্ষ্মীপুর জেলা কারাগারের ভবনগুলোর সংস্কার না হওয়ায় ভবনগুলোর সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। সরকারি প্রকল্পে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।জেলা কারাগারের ভবনগুলোর আধুনিকায়নে সংস্কার করা হবে।

কারাগারের ভেতরে মাদক প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার,কারারক্ষী ব্যারাক তৈরী,কারাগারের পাশের রাস্তায় সিসি ক্যামেরা স্থাপন ও পরিত্যক্ত পুকুরে মাটি ভরাট করে নতুন ভবন করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সকল আনুষ্ঠানিকতা শেষে গনমাধ্যম কর্মীদের সাথে কুশল বিনিময় করে বৃহস্পতিবার দুপুর ১২ টায় লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে চাঁদপুর জেলা কারাগার পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন কারা মহাপরিদর্শক মোমিনুর রহমান মামুন। এর আগে বুধবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লা কেন্দ্রীয় কারাগার ও নোয়াখালী জেলা কারাগার পরিদর্শন করেন কারা মহাপরিদর্শক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর