লক্ষ্মীপুর পৌরসভায় সরকারি খালের উপর অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে।লকডাউনে সরকারি অফিস বন্ধ থাকায় অবৈধ দখলদাররা সুযোগ লাগিয়ে একের পর এক সরকারি জায়গা দখল করে নিয়েছে।সরকারি আইনের তোয়াক্কা না করে চলছে হরহামেশা দখল।
বৃহস্পতিবার ( ২২ এপ্রিল ) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ১নং ওয়ার্ডে জেলা জজকোর্ট এর পশ্চিম পাশে মাদম ব্রীজে সংলগ্ন এলাকায় রহমত খালি খালের ওপর অবৈধভাবে দখল করে বহুতল ভবন নিমার্ণ করতে দেখা যায়।তার পাশেই রয়েছে এলজিইডি সড়ক।ভবনের চারদিকে সরকারি সম্পত্তি থাকার পরও জৈনক ব্যাক্তি (সেলিম) তার ব্যাক্তিগত সম্পত্তি বলে জানিয়েছে নিমার্ণ শ্রমিকদের।
এবিষয় ওই সম্পত্তির দাবিদার মালিক সেলিমের ব্যাক্তিগত পরিচয় জানতে চাইলে নিমার্ণ শ্রমিকরা তা জানাতে অপারগতা প্রকাশ করেন।
জানা যায়,সদর উপেজলার চররুহিতা ইউপির রসুলগঞ্জ বাজারের মৃত আকবর মোড়লের ছেলে ছোবহান (৭০) পৌরসভার বাসিন্দা কথিত সেলিমের কাছ থেকে এ কাজের কন্টাক্ট নিয়েছে।সেই সুবাধে কয়েকজন শ্রমিক মিলে নিমার্ণ করছে এই বহুতল ভবনটি।জৈনক সেলিমের বাসা জেলা মৎস্য ভবনের পিছনে।
এব্যাপারে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ জানান,যদিও খালটি পানি উন্নয়ন বোর্ডের, তবে তা ১নং খাস খতিয়ান হওয়ায় জেলা প্রশাসকের লোকজন দেখাশুনা করবে।তারপরও এবিষয়ে লোকজন নিয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
এদিকে সদর উপজেলার ভূমি কর্মকর্তা মামুনর রশিদ জানান,খবর পেয়ে তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।