লক্ষ্মীপুর ২ আসনের উপ-নির্বাচনের বাধা কাটলো

এমরান হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ 
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৬১৯ বার পঠিত

 

অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের ঘটনায় কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা করে জারি করা গেজেট ও উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা আবেদন এবার আপিল বিভাগও খারিজ করে দিয়েছে। ফলে ২১ জুন ওই আসনে উপনির্বাচন আর কোনো বাধা থাকছে না।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার খারিজ ও নো অর্ডার দেয়।

এর আগে হাইকোর্ট বিভাগ এসব আবেদন খারিজ করেছিল।

লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়ার আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সে বিষয়ে নো অর্ডার দিয়েছে আপিল বিভাগ।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। অন্যদিকে বিএনপি নেতার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

গত (৮ জুন )বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ পাপুলের পক্ষে করা রিট খারিজ করে দেয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর