হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক প্রায় ৪ কোটি ২২ লক্ষ ৫০ হাজা টাকা মূল্যের ৮ কেজি ৪৫০ গ্রাম স্বর্ণসহ দুবাই থেকে আগত এক যাত্রী আটক…..
কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম কর্তৃক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কোটি ২২ লক্ষ টাকা ৫০ হাজার টাকা মূল্যের ৮ কেজি ৪৫০ গ্রাম স্বর্ণসহ দুবাই থেকে আগত এক যাত্রীকে আটক করা হয়েছে। কমিশনারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে। গ্রীন চ্যানেলে নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে রাত আনুমানিক ১১ঃ০০ টায় Emirates Airlines এর ফ্লাইট নং-EK584 এর Seat No 05A এর মাধ্যমে দুবাই থেকে আগত যাত্রী হিমেল খানকে চ্যালেন্জ ও তল্লাশী করা হলে তার পিঠ ব্যাগে ৭২ পিস স্বর্ণবার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। আটককৃত স্বর্ণের সর্বমোট ওজন ৮ কেজি ৪৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ২২ লক্ষ ৫০ হাজার টাকা।
আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দকরণসহ আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।