শিল্পী আবিদ স্মৃতি প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার বিতরণ

হরিণাকুণ্ডু(ঝিনাইদহ) থেকে বাচ্চু মিয়া
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩২১ বার পঠিত

আমরা আছি আমাদের নীড়ে, উদ্ভাসিত আলোয় প্রজ্জ্বল হব , হারাতে চাই না অচেনা ভীড়ে ” এই স্লোগান-কে সামনে রেখে ২০০৭ সালে আলোর দীপ্ত শিখা জ্বেলে শুরু হয়ে আজ ২০২২ সাল। বলছি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বলরামপুর গ্রামের শিল্পী আবিদ স্মৃতি প্রতিবন্ধী বিদ্যালয় ও পূর্নবাসন কেন্দ্রের কথা। এখানে ১৪৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে
(৮ জুলাই) শনিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি এবং ঝিনাইদহ জেলা শাখার মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এডভোকেট খোদাবক্স এর সভাপতিত্বে ,পূর্নবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সঞ্জয় কুমার বিশ্বাস এর সঞ্চালনায় শিল্পী আবিদ স্মৃতি প্রতিবন্ধী ও পূর্নবাসন কেন্দ্রের খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৬ নং ফলসী ইউনিয়ন এর চেয়ারম্যান এডভোকেট বজলুর রহমান। বাংলাদেশে মানবাধিকার কমিশনের হরিণাকুণ্ডু শাখার সভাপতি মোঃ মসলেম উদ্দীন, সাংবাদিক এইচ মাহবুব মিলু,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সহকারী সম্পাদক এম.টুকু মাহমুদ
,সাংবাদিক রাব্বুল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হরিনাকুন্ডু থানা শাখার সাধারণ সম্পাদক বাবু বিশ্বনাথ সাধুখা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দীপিকা রাণী বিশ্বাস,ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ। এসব উহারের মধ্যে ছিল চিনি, সেমাই, দুধ, আটা, বিস্কুট।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর