শেরপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৬০৪ বার পঠিত

-ফাইল ছবি

শেরপুর সীমান্তে বিএসএফের গুলিতে উকিল মিয়া (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত উকিল মিয়ার বাড়ি উপজেলার মেঘাদল বকুলতলা গ্রামে। তার বাবার নাম সুরুজ আলী ওরফে বঙ্গসুরুজ।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গরুর ঘাস সংগ্রহের জন্য একদল যুবক ভারতীয় সীমান্তের কুমারগাতি এলাকায় অনুপ্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে উকিল আহত হয়ে বাংলাদেশি সীমান্তের পানবাড়ি রাবার বাগান এলাকায় এসে লুটিয়ে পড়েন।

ঘটনার সত্যতা নিশ্চিত ওই ক্যাম্পের সুবেদার খন্দকার আবদুল হাই বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে বিজিবি- বিএসএফ পতাকা বৈঠক হবে।

এদিকে শ্রীরবদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর