শৈলকুপায় উপজেলা উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করলেন সাংবাদিক আনিছুর রহমান।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৭৬ বার পঠিত

শৈলকুপায় উপজেলা উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করলেন সাংবাদিক আনিছুর রহমান।

বিএসটিভি ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে সাংবাদিক আনিছুর রহমানসহ ৩ (তিন) জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে তারা এ মনোনয়ন পত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদান কারীরা হচ্ছেন, আওয়ামী লীগ মনোনীত প্রয়াত উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি শেফালী বেগম, বিএনপির সমর্থিত হুমায়ন বাবর ফিরোজ (সাবেক ছাত্রদল নেতা,ইবি) এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেন, সাবেক ছাত্রলীগ নেতা ও সাংবাদিক আনিছুর রহমান। শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, বুধবার দুপুরে আওয়ামী লীগের দলীয় প্রার্থী শেফালী বেগম মনোনয়নপত্র জমা দেন। এসময় ঝিনাইদহ-১ শৈলকূপা আসনের এমপি ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই এমপি এবং শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দুপুরে ঝিনাইদহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির দলীয় প্রার্থী হুমায়ন বাবর ফিরোজ ও বিকেলে আওয়ামীলীগ সমর্থক এবং ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক আনিছুর রহমান সতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। এসময় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ সাহিদুল এনাম পল্লবসহ ইউনিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা রির্টানিং কর্মকর্তা রোকনুজ্জামান জানান,আগামী ২৮ ফেব্রুয়ারী শৈলকুপা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

উল্লেখ্যঃ গত ৩ নভেম্বর শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিকদার মোশারফ হোসেন (সোনা সিকদার) এর স্ট্রোক জনিত কারণে মারা যাওয়ার পর নির্বাচন কমিশন থেকে পদটি শূন্য ঘোষণা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর