বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ আজ মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদীর প্রথম পত্রিকা সাপ্তাহিক জংশন অফিসে পত্রিকার সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ পাবনা জেলা শাখার সভাপতি দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব ডা:আব্দুস সালাম, সাধারণ সম্পাদক দৈনিক পাবনার আলোর সম্পাদক মাহফুজ আলী কাদেরী, সহ-সভাপতি বিটিভি’র পাবনা জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাঁধন, যুগ্ম সম্পাদক এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, যুগ্ম সম্পাদক আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ রানা, সাংগঠনিক সম্পাদক তারুণ্য ডট কম নিউজ সম্পাদক জুবায়ের খান প্রিন্স, মাই টিভির পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম, মোহনা টিভির পাবনা জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লা হীরা, বাংলা টিভি প্রতিনিধি মোহাম্মদ আলী ও সাপ্তাহিক জংশন পত্রিকার স্টাফ রিপোর্টার মুনমুন।
বিএমএসএফ নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, মর্যাদা ও ১৪ দফা দাবি আদায়ে বিএমএসএফ এর ঈশ্বরদী উপজেলা শাখা গঠন নিয়ে গুরুত্বপূর্ণ আলাপ-আলোচনা করেন।