দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা ও আটকের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মানবন্ধন করেছে কর্মরত সাংবাদিকরা।
এ ছাড়াও বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বুধবার সকাল ১১ টায় হরিনাকুন্ডুতে দোয়েল চত্বর মোড়
এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে কর্মরত সকল সাংবাদিকরা।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি ও প্রেস ক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু,
দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহানুর আলম, নয়াদিগন্ত প্রতিনিধি মাহবুব মুরশেদ শাহিন,
প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির চিত্র তুলে ধরে জাতির কল্যাণে কাজ করেছেন। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা অবশ্যই প্রত্যাহার করতে হবে। সেই সঙ্গে নির্যাতনে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।