সারাদেশে রাত ৮টার পর কাঁচাবাজারসহ দোকান, শপিংমল বন্ধ রাখার নির্দেশ -প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২০৪ বার পঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে সারাদেশে রাত ৮টার পর কাঁচাবাজারসহ দোকান, শপিংমল, বিপণি বিতান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন)  মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন।

চিঠিতে সারাদেশে রাত আটটার পর দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচা-বাজার ইত্যাদি খোলা না রাখার বিষয়টি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর