সিরিয়াতে তেল লুটে মার্কিনের অপচেষ্টা, নিন্দা রাশিয়ার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ১৯৮ বার পঠিত

 

 

সিরিয়ার উত্তরাঞ্চলীয় তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চালাচ্ছে মার্কিন বাহিনী। এই অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ  এই নিন্দা জানিয়েছেন।

মিখাইল বোগদানভ বলেছেন,  সিরিয়ার উত্তরাঞ্চলীয় তেল ক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এর ফলে সিরিয়ার সেখানে উত্তেজনা বেড়ে যাবে।

তিনি বলেন, সিরিয়ার প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন করার উদ্দেশে দেশটির তেল ক্ষেত্রগুলোর কাছে সেনা সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এ পদক্ষেপ সিরিয়া পরিস্থিতির উন্নতি ঘটানোর পরিবর্তে দেশটির সংকটকে আরো ঘনীভূত করবে।

এদিকে, এর আগে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন সেনারা দেশটির উত্তরাঞ্চলীয় রাকা ও হাসাকা প্রদেশ থেকে বহু ট্যাংক ও সাঁজোয়া যান পার্শ্ববর্তী তেলসমৃদ্ধ ‘রামিলান’ এলাকায় পাঠিয়েছে। এসব সমরাস্ত্র তেল ক্ষেত্রটির কাছে অবস্থান নিয়েছে।

প্রসঙ্গত, রাশিয়া শুরু থেকেই বলে আসছে, সিরিয়ার তেল সম্পদ লুট করার একমাত্র লক্ষ্য নিয়ে সেখানে সেনা সমাবেশ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র : পার্স টুডে

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর