সড়ক দূর্ঘটনায় ভিক্ষুক নিহত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৬২১ বার পঠিত

সড়ক দূর্ঘটনায় ভিক্ষুক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া এলাকায় সড়ক দূর্ঘটনায় তইমা খাতুন (৪৬) নামের এক ভিক্ষুক নিহত হয়েছেন। নিহত তইমা মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের ইকুড়ি গ্রামের মৃত ফাকের আলীর মেয়ে।

অাজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালের দিকে হাটবোয়ালিয়া-ভালাইপুর সড়কের ভাংবাড়িয়া নামক স্থানে আলমসাধু ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান ভিক্ষুক তইমা পেশাগত কাজে বাড়ি থেকে একটি আলমসাধু গাড়ি যোগে হাটবােয়ালিয়া হয়ে ভালাইপুর বাজারের দিকে যাচ্ছিলেন। আলমসাধু গাড়িটি ভাংবাড়িয়া গ্রামের কাছাকাছি পৌঁছালে,বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ওই ধাক্কায় তইমা সড়কে ছিটকে পড়ে গুরুর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা (হারদি) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর